
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে টাঙ্গাইলে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় টাঙ্গাইল সদর আসনের মাননীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন