রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ০৭:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ঈদ, বিজু ও নববর্ষের রং লেগেছে পাহাড়ে

ছবি সংগৃহীত

আজ রবিবার পহেলা বৈশাখ। বাঙালি জাতির বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন। এই দিনকে ঘিরে রাঙামাটি জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। 

আজ রবিবার সকালে রাঙামাটি পৌরসভা চত্বর হতে বর্ণাঢ্য পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয়। বর্ণাঢ্য র‌্যালিরও শোভাযাত্রার উদ্বোধন করেন,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাসহ স্থানীয়  নেতৃবৃন্দ এ সময উপস্থিত ছিলেন। 

র‌্যালিটি রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ করা হয়। 

পরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হবে।।

পহেলা বৈশাখ উপরক্ষে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট রাঙামাটির জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে। 

মন্তব্য করুন