ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

আমুয়ায় সপ্তাহ ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী আমুয়া বন্দরে নববর্ষকে বরণ করতে সপ্তাহ ব্যাপি বৈশাখী মেলা শুরু হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদযাপন কমিটির সভাপতি মো.শাহআলম গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.রুহুল আমিন সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ফোরকান, মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন শাহিন মোল্লা ও থানার এসআই মো.মাহামুদুর রহমান প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন ইউপি মেম্বার একেএম মাসিস মোল্লা ও আমুয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.রফিকুল ইসলাম জাফর। দক্ষিনাঞ্চলের হাজার হাজার মানুষ এতে অংশ নেবেন। মেলা চলবে আগামি ২১ এপ্রিল রোববার রাত পর্যন্ত। 

মন্তব্য করুন