
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় ক্ষেতলাল উপজেলার বটতলী ও দুপুরে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার আটি দাশড়া গ্রামের আকবরের ছেলে জনি (১৭) ও নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে সেলিম হোসেন (৩৮)।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারের তুলশীগঙ্গা নদীর সেতুর নিচে জনি নামে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেতু থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, রাজশাহীতে আত্মীয়ের বিয়ে খেয়ে ট্রেনে করে সৈয়দপুরের নিজ বাড়িতে ফিরছিলেন সেলিম নামে একজন। পথে পাঁচবিবি রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিলে তিনি ট্রেন থেকে নেমে আখের রস খেতে যান। এরপর লাইন পার হওয়ার সময় অপর দিক থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জিআরপি পুলিশকে বলা হয়েছে।
মন্তব্য করুন