
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল -৫ আসনের মাননীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারীসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানবৃন্দ এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তাগণ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন