
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
আগামী ৮ মে রাজবাড়ী পাংশা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,এ.কে.এম সাইফুল মোর্শেদ রিংকু সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ,মোঃ রফিকুল ইসলাম, মোঃ হোসেন আলী সরদার, সাবেক সভাপতি, আওয়ামী যুবলীগ, যুগ্ন সাধারন সম্পাদক,বাবুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, খান মোঃ ওবায়দুল হক টিপু, দলিল লেখক
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন,সাবরিন পারভীন শেলি, সহ-সভাপতি মহিলা যুবলীগ পাংশা উপজেলা শাখা,আসমা খাতুন লক্ষ্মী, দিলরুবা পারভিন (ইতি) মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানিয়েছেন।
আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতিক বরাদ্ধ এবং আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চলছে প্রচার প্রচারনা। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বইতে শুরু করেছে চায়ের কাপে চলছে চুলছিড়া বিশ্লেষন। কে হবেন আগামী দিনে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান। প্রথম বারের মত খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো নাকি পূনরায় ফরিদ হাসান ওদুদ হ্যাট্রিক করবেন চলছে নানা সমিকরণ।
ভোটারা বলছেন উৎসব মুখর ভোট হবে এবার, নির্বাচন সংশ্লিষ্ঠরা বলছেন অবাদ নিরোপেক্ষ ও শান্তি পূর্ন ভোট গ্রহনে বদ্ধপরিকর তারা। উভয় প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেছেন।
মন্তব্য করুন