
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার শাজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ তার ৯ সহযোগীকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান তাদের
রিমান্ড মঞ্জুর করেন। শাজাহানপুর থানায় হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং পরে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া বিদেশী পিস্তল ও মাদক উদ্ধারের ঘটনায় আরেকটি মামলায় মঙ্গলবার আদালতে রিমান্ড শুনানীর দিন ধার্য্য ছিল।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এতথ্য নিশ্চিত করে জানান, দুইটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানী শেষে তিন দিন করে দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানীকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে হাজির করা হয়।
তারা হলেন-শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের (সাময়িক অব্যাহতি প্রাপ্ত) সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, তার সহযোগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মিতুল, এবং ওহাবুজ্জামান।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাত ৯ টার দিকে চাকুসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন মিয়াকে আটক করে পুলিশ। তাকে শাজাহানপুর থানায় নিয়ে যায়। রাত ১০ টার দিকে নুরুজ্জামান নুরুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শাজাহানপুর থানায় হামলা করে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারপিট করে আটক মিঠুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আসামী ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা মহাসড়ক অবরোধ করে। সেখান থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
থানায় হামলা এবং মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপে পুলিশের ৮ জন সদস্য আহত হন। ওই রাতেই নুরুজ্জামান নুরুসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেফাজত থেকে ১৫ রাউন্ডগুলিসহ দুইটি বিদেশী পিস্তল, এক কেজি গাঁজা ও তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় দুই মামলা দায়ের করে। মামলাগুলো জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছেন।
এদিকে নুরুজ্জামান নুরু গ্রেপ্তারের পর জেলা স্বেচ্ছাসেবক লীগের এক বিজ্ঞপ্তিতে নুরুজ্জামান নুরুকে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
মন্তব্য করুন