গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪, ০৪:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনী

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৮ তারিখ সকাল ১১ টার সময় গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্তে উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ৩ আসনের এমপি এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান প্যাদা, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গন।

প্রধান অতিথি এমপি এস এম শাহজাদা পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন, পরে তিনি প্রদর্শনীর প্রতিটি স্টল ঘুরে দেখেন ও খামারিদের ভালো মন্দের খোঁজখবর নেন।

মন্তব্য করুন