পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ১২:২৭ এ এম

অনলাইন সংস্করণ

বেলপুকুরে গাঁজাসহ একজন আটক

ছবি: রূপালী বাংলাদেশ

৪ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ওরফে হেলাল (২৯) নামের একজনকে আটক করেছে রাজশাহীর আরএমপির বেলপুকুর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০.১০ মিনিটে পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আটক করা হয়, বলে ওসি মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত হেলাল চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের রুহুলের ছেলে। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আরএমপি বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নির্দেশে এসআই রিমন হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচলচনা করেন।

এ সময় সাইফুল ইসলাম ওরফে হেলালকে ৪ কেজী অবৈধ মাদকদ্রব্য গাঁজা একটি ব্লু কালারের টলি ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে বাধা অবস্থায় ব্যবহৃত মোটরসাইকেল আটক করেন। এ ব্যাপারে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।  

মন্তব্য করুন