মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ১২:৫০ এ এম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে বেগুনের জমি কেটেছে প্রতিপক্ষ

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে বেগুনের জমি কেটেছে প্রতিপক্ষ। গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক একই গ্রামের মোঃ কাসু মিয়ার ছেলে রজব আলী।

ক্ষতিগ্রস্ত রজব আলী জানান, ৩০ বছর পূর্বে ১৮ শতাংশ কৃষি জমি একই গ্রামের মৃত শহীদুল্লাহর কাছ থেকে রেন রাখেন এ পর্যন্তই তিনি চাষ করে আসছেন। মৃত শহীদুল্লাহর তিন বোন শামসুন্নাহার, রেদুআনা, মিংকু, ওয়ারিশ সূত্রে ১২ শতাংশ জমির মালিক হন।

পাঁচ মাস পূর্বে জমি দখল নেয়ার চেষ্টা করে তিন বোন। এক পর্যায়ে ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের বালিশের মাধ্যমে মীমাংসায় সিদ্ধান্ত হয়। তিন ফুফুকে শহীদুল্লাহর দুই ছেলে বোরহান ও বিকাশ এক মাসের মধ্যে টাকা দিয়ে দেয়ার। টাকা দেয়ার বিলম্ব হওয়ার কারণে গতকাল বিকেলে বেগুনের জমি কেটে কলার চারা রোপন করে তিন বোন। এতে প্রায় কৃষক রজব আলীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। কৃষক রজব আলী দোষীদের বিচার ও ক্ষতি পূরণের দাবি করেন স্থানীয় প্রশাসনের কাছে।

এ বিষয়ে প্রতিপক্ষ শামসুন্নাহার, রেদুআনা, মিংকু বলেন আমাদের বাবার কাছ থেকে পাওয়া জমির অংশ দিচ্ছে না আমার দুই ভাতিজা। আমরা অসহায় মানুষের বাসায় কাজ করে খাই। গণ্যমান্য ব্যক্তিদের সালিশে যেভাবে রায় দিয়েছে আমরা এ অবস্থায় আছি। এই জমি আমাদের আমরা দখল নিয়েছি।


এ বিষয়ে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন বলেন বেগুনের জমি কেটেছে শুনেছি।

কয়েক মাস আগে ফুফু ও ভাতিজার বিরুদের সমাধান অনেকটা হয়েছে, যেটুকু বাকি আছে খারিজ হয়ে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে। বিষয়টি আমি দেখব।

 

মন্তব্য করুন