মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৪:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন

মাদারীপুরে সর্বকনিষ্ঠ প্রার্থী ফারিয়া হাছান রাখি’র ব্যাপক সাড়া

ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরে সর্বকনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারিয়া হাসান রাখি। দলীয় কোন মনোনয়ন না থাকায় উন্মুক্ত উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে মাদারীপুরের ১৫টি ইউনিয়নে ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি বলেন, ফ্রি ফেয়ার নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি মাদারীপুরেরই মেয়ে। নতুন সৎ, যোগ্য প্রার্থী হিসেবে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমি যেন জয়ের মালা নিয়ে আপনাদের সামনে আসতে পারি। শনিবার (২০ এপ্রিল) দুপুরে নতুন শহর এলাকায় সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। রাখি আরো জানান আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয় নাই।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ৮ই মে ব্যালট পেপারের মাধ্যমে ৬ষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক ও স্থানীয় এমপি পুত্র মোঃ আসিবুর রহমান খান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচ এম মনিরুজ্জামান আক্তার, মোঃ বোরহান উদ্দিন ও মনিরুল ইসলাম ভূইয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারিয়া হাছান রাখি, ডেইজী আফরোজ, মোসাঃ তাজনাহার, ফারজানা নাজনিন ও হেনা খানম।

আরো উল্লেখ্য, ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর সদর উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা 3 লাখ ২২ হাজার ৪ শত ২৬। পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ও মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪২১, হিজড়া ৫। মোট ভোট কেন্দ্র ১১৭।

মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, মাদারীপুর সদরে ১২ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মোখলেছুর রহমান ও মোঃ জাহিদ হোসেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে। 

মন্তব্য করুন