গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৮:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

মসজিদের ভেতরে সন্ত্রাসীদের হামলায় আহত লিটন

ছবি সংগৃহীত

গাজীপুর  সিটি কর্পোরেশনে ২৯নং ওয়ার্ডে সামান্তপুর এলাকায় আশরাফুল ইসলাম লিটন (৪৫) এর উপর সন্ত্রাসী হামলা চালায়। শুক্রবার জুমা’র নামাজ আদায় করে মসজিদের ভিতরে তার উপর এই হামলা চালানো হয়। তিনি মৃত:আব্দুল খালেকের ছোট ছেলে আশরাফুল ইসলাম লিটন। তিনি ঐ এলাকায় মুদীর দোকান নিয়ে ব্যবসা করে আসছেন। 

এদিকে হামলার পর এলাকার মুসল্লিরা আশরাফুল ইসলাম লিটনকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ এপ্রিল)দুপুরে গাজীপুর মহানগর ২৯নং ওয়ার্ড পশ্চিম সামান্তপুর জামে  মসজিদের ভেতরে ।

জানা যায়, এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এলাকাবাসী জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে  কয়েকজন লোক এলোপাতাড়ি ভাবে লোকজন ধরধর বলে তার উপর আক্রমণ চালায়। সোহেল নামে এক অভিযুক্তের নেতৃত্বে এই হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে আশরাফুল ইসলাম লিটন মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত মুসল্লিরা এগিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া করেন। হামলায় গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সামান্তপুর পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ খায়রুল আলম বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এই রকম ঘটনা খুবই দুঃখজনক । উপযুক্ত দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।

এদিকে আশরাফুল ইসলাম লিটন উপর হামলার ঘটনায় ওই এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গাজীপুর সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবার।

মন্তব্য করুন