
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সৌরভ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে বগুড়া নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সৌরভ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মোমিন হোসেনের ছেলে ও জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, কলেজছাত্র সৌরভ হোসেন তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। পথে শিমুলতলী এলাকায় অন্যদিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌরভ গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেই হাসপাতালে যাওয়ার পথেই দুপুরে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন