
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৩২ এ এম
অনলাইন সংস্করণ
সিলেটে মসজিদে নামাজ পড়াতে যাওয়ার সময় বজ্রপাতে এক ইমামের মৃত্যু হয়েছে। হাফেজ কবীর উদ্দিন (৩৫) নামের ওই ইমামের বাড়ি কানাইঘাট উপজেলার বড়চতুল সোনাতলা এলাকায়। তিনি একই এলাকার এবাদুর রহমানের ছেলে।
রবিবার (২১ এপ্রিল) ভোর রাত চারটার দিকে জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ হাওর এলাকায় বজধাঘাতের এই ঘটনা ঘটে। হাফেজ কবীর উদ্দিন জৈন্তাপুরের টিকরপাড়া মসজিদে ইমামতি করতেন।
জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়াতে টিকরপাড়া মসজিদে যাচ্ছিলেন ইমাম হাফেজ কবীর উদ্দিন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে
পরিবারের কাছে লাশ হসন্তার করা হয়।
মন্তব্য করুন