
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ
জেলা প্রশাসনের প্রদত্ত শর্তের বেড়াজালে এবারের বৈশাখী মেলা আয়োজন করতে না পারার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে আল্পনা সাহিত্য ও সংস্কৃতি সংসদ নামে একটি সংগঠন।সোমবার (২২ এপ্রিল) ঠাকুরগাও প্রেসক্লাবে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আল্পনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি মো: সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাবু, সাংবাদিক আব্দুল লতিফ, উদীচীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়। এজন্য মেলা আয়োজন করতে কোনদিন প্রশাসনের অনুমতি চাওয়া হতো না। কিন্তু এ বছর ৭ দিনের আবেদনের ক্ষেত্রে প্রশাসন ৪ দিনের অনুমতি দেয়। মেলা অনুষ্ঠানের একদিন পূর্বে অনুমতি দেয়া হয়।
সেই সাথে অনুমতি পত্রে ২১ দফা শর্ত জুড়ে দেওয়া হয় যা মেলা অনুষ্ঠানে বাধার সামিল।এরই প্রতিবাদে আল্পনা সাহিত্য সংসৃকৃতি সংসদ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
উল্লেখযোগ্য শর্ত সমূহ হলো-বৈশাখী মেলার কার্যক্রম প্রতিদিন রাত ৯ টার মধ্যে শেষ করতে, মেলা এলাকায় জুয়া, হাউজি ও লটারী চালানো যাবে না,মেলার গেট সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং মেলা পরিচালনা কমিটির সকল সদস্যের পুর্নাঙ্গ নাম ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ্য করে ইউএনও ও থানার ওসির নিকট অঙ্গিকারনামা প্রদান করতে হবে।
উল্লখ্য, ৩৯ বছর পুর্বে ১৯৮৫ সালে ঠাকুরগাঁও আল্পনা সাহিত্য সংস্কৃতি সংসদ প্রথম বৈশাখী মেলার আয়োজন করে এবং সেই থেকে চলে আসছে এই মেলাটি।এবারই প্রথম মেলা অনুষ্ঠিত হলো না।
মন্তব্য করুন