
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৩:১৯ এ এম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নপর কোনাগাঁও গ্রামের একটি বাড়ির পাশের ডোবা থেকে ৬ মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে।
২২ এপ্রিল সোমবার সকালে শাবকটি উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী। পরে বন কর্মকর্তাদের কাছে হরিণ শাবকটি হস্তান্তর করা হয়।
হবিগঞ্জের সহকারী বন-সংরক্ষক তারেক রহমান জানান, গাজীপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের জনৈক শহিদ মিয়ার বাড়ির পাশে ডোবার কাদায় আটকা পরে মায়া হরিণ শাবকটি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের লোকজন শাবকটি উদ্ধার করে।
কালেঙ্গা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান জানান, হরিণ শাবকটিকে যথাযথ চিকিৎসা দিয়ে আজ সোমবার দুপুরে রেমা বিটের ময়নাবিল সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন