শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৪:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীপুর নির্বাচনে বিধি ভঙ্গের দায়ে প্রতিমন্ত্রীর ভাইকে কারণ দর্শানোর নোটিশ

ছবি: রূপালী বাংলাদেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি নির্বাচন আচরণবিধি  ভঙ্গ করে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে গত রোববার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল ও শোডাউন করেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়।

রোববার (২১ এপ্রিল) নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে ব্যাখ্যা চেয়ে জামিল হাসান দুর্জয় কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা।

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয় প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. রহমত আলীর ছেলে ও বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলীর বড় ভাই। এছাড়া তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত রোববার (২১ এপ্রিল) শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শ্রীপুর উপজেলা চত্বরে মিছিল ও শোডাউন করেন জামিল হাসান দুর্জয়। এ সময় তার কর্মী-সমর্থকেরা স্লোগানও দেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা সোমবার রাত সাড়ে ১১টায় বলেন, এটা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ১১ উপবিধি(২) এর সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে কারণ দর্শানো নোটিশও পাঠানো হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে না তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২১মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন