
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্ধ করেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।
এছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
এদিকে গজারিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক, মনছুর আহম্মেদ খান জিন্নাহ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক, আবুল বাশার ঘোড়া প্রতীক, আশরাফুল ইসলাম আকাশ পেয়েছেন দোয়াত কলম প্রতীক। এছাড়া চারজন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রতিক বরাদ্ধ করা হয়েছে। আগামী ৮ মে ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
মন্তব্য করুন