কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৮:২০ পিএম

অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মহদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়ায় নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মহদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন ওয়াচ টাওয়ার এলাকায় নরসুন্দা নদী থেকে ছাত্রলীগ নেতা মোখলেস উদ্দিন ভূইয়ার (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মোখলেস উদ্দিন ভূইয়া (২৮) মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি কেওয়ারজোড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ কোর্টের আইনজীবীর সহযোগী হিসেবে কাজ করতেন তিনি।

এর আগে, মঙ্গলবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা জাল ফেলে নরসুন্দা নদীতে মোখলেস উদ্দিন ভূইয়ার লাশ খুঁজতে অভিযান পরিচালনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাতে হারুয়া বৌ বাজার এলাকার চুন্নু মিয়ার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মোখলেস। আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত এক আসামিকে আটক করে পুলিশ। তার ভাষ্য অনুযায়ী, মোখলেস উদ্দিন ভূইয়াকে হত্যা করে নরসুন্দা নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধারে অভিযান পরিচালনা করে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, লাশ নরসুন্দা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিহতের পরিহিত লুঙ্গি ও চাবি পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে, এটি একটি মার্ডার। এ ঘটনায় একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন