রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৪১ পিএম

অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে ৩ মাস মাছধরা নিষিদ্ধ

ছবি সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ (২৫ এপ্রিল) থেকে পরবর্তী তিন মাসের জন্য সব ধরনের মাছধরা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। জেলা প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করেছে- যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ শিকার, আহরণ, বিপণন, বাজারজাত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ সময়ে স্থানীয় বরফকলগুলোও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা প্রশাসক জানান, চলতি বছর কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমতে থাকায় নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই হ্রদে মাছ আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম পানিতে মাছ ধরলে হ্রদের ছোট মাছ ব্যাপকহারে ধরা পড়ে। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন ব্যাহত হয়। তাই ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ, বিপণন, পরিবহন ও বাজারজাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

মন্তব্য করুন