
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথ আইসসহ এনামুল কবির নামের এক কণ্ঠশিল্পীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম এনামুল কবির রুবেল। তিনি জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।
তিনি বলেন, জব্দকৃত আইসের মূল্য ১ কোটি টাকা। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টায় রামপুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন