
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভারত ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত। ২৮ এপ্রিল দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এই এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তীর উপস্থিতিতে তা উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের ফলে শিক্ষা-গবেষণা ও প্রকাশনায় পারস্পরিক শিক্ষা গবেষণা সম্পর্ক উন্নয়ন সহযোগিতাসহ গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে উভয় প্রতিনিধি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন