বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় আগুনে পুড়লো দুই কৃষকের বসতবাড়ি, মুহুর্তেই নিঃস্ব

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে দুই কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও চারটি বসতঘর‌, তিনটি গোয়ালঘরসহ ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ টাকা পুড়ে পরিবারগুলো এখন নিঃস্ব। 

সোমবার (২৯ এপ্রিল) ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। তিনি ক্ষতিগ্রস্ত দুই কৃষক পরিবারের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন। 

এর আগে রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি আলতাফ-নগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুই কৃষক পরিবারের অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, রোববার রাতে বিলচাপড়ি আলতাফ-নগরের কৃষক পাভেল মণ্ডলের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশী কৃষক রাজিবুল ইসলামের বসতঘরেও আগুন ধরে যায়। 

ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হামিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষক পাভেল ও রাজিবুল বলেন, আগুন আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। এনজিও থেকে ঋণ নেয়া আছে। বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। তারা সরকারিভাবে সহায়তা কামনা করেছেন।

মন্তব্য করুন