কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ মে, ২০২৪, ১২:৫১ এ এম

অনলাইন সংস্করণ

বত্রিশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ছবি: রূপালী বাংলাদেশ

তীব্র গরম উপেক্ষা করে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বত্রিশ মিনি টুর্নামেন্ট ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে জেলা শহরের বত্রিশ একালায় স্বল্প মারিয়া স্পোর্টিং ক্লাব বনাম নানশ্রী সরকার বাড়ি একাদশ ক্লাব অংশ নেয়।

খেলাটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পুত্র বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী খালেদসালাউদ্দিন ভূইয়া (আরমান)।

নানশ্রী সরকার বাড়ি একাদশকে ২-১ (টাইব্রেকার) গোলে পরাজিত করে স্বপ মারিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহাম্মদ তৌফিক (এমপি)।

 

এতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা (সুমন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকিশোরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মতিউর রহমান (মতি),কিশোরগঞ্জ সড়ক মালিক সমিতির কার্যকরী সদস্য আহমেদ কবির সোহাগ, কিশোরগঞ্জ জেলা যুবলীগ নেতা জনাব রাজন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম নয়ন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার আবু রাশেদ আল সাদাত ও বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন মিরাজ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বর্তমানে খেলাধুলার খরা চলছে। আজকে এই তীব্র গরমে খেলার আয়োজন দেখে মনে হচ্ছে খেলার বৃষ্টি নামছে। মানুষ এখন আর খেলাধুলা করেনা। তারা এখন ফেসবুক ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। যদিও সেই বন্ধু দ্বারাই বন্ধু আক্রান্ত হচ্ছে। তাই আসুন আমাদের বাচ্চাদের খেলাধুলায় মনোযোগী করে তুলি।

 

পরে অতিথিরা বিজয়ী স্বল্প মারিয়া স্পোর্টিং ক্লাব দলের খেলোয়াড়দের হাতে ফ্রিজ এবং রানার্সআপ নানশ্রী সরকার বাড়ি একাদশ দলের খেলোয়াড়দের হাতে টেলিভিশন তুলে দেন।

মন্তব্য করুন