
প্রকাশিত: ১ মে, ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বহুরূপী'। এতে 'বহুরূপী' শিরোনামের একটি গান আসছে ২ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এফএইচ মাল্টিমিডিয়াতে। বহুরূপী গানের কথা লিখেছেন ফরহাদ হোসেন। সুর ও সঙ্গীত করেছেন এ সময়ের তরুন মেধাবী মিউজিক ডিরেক্টর সালমান জাইম। গানটিতে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী খায়রুল ওয়াসি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বহুরূপীতে অভিনয় করেছেন ফরহাদ হোসেন ও ইয়াশা হাসান। বহুরূপী গানটিতে তাদের দুজনের সাবলিল উপস্থিতি দর্শকেদের মন ছুঁয়ে যাবে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বহুরূপী' গল্প ও সংলাপ লিখেছেন ফরহাদ হোসেন। পরিচালনা করেছেন সৈকত বর্দ্ধন সেতু।
তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বহুরূপী' প্রসঙ্গে বলেন 'বহুরূপী খুবই সুন্দর লোকেশনে দৃশ্য ধারন করা হয়েছে। এর মূল শক্তি গল্প। গল্প দর্শকদের হাসাবে কাঁদাবে আবার আবেগী করে তুলবে। গল্পের কারনে এটা দর্শক নন্দিত হবে।
মন্তব্য করুন