
প্রকাশিত: ২ মে, ২০২৪, ০৪:৪১ এ এম
অনলাইন সংস্করণ
আইপিএল সফরের শেষ অধ্যায়ে ভীষণ কিপটে থাকলে উইকেট পাওয়া হলো না মোস্তাফিজুর রহমানের। তাই ১৪টি উইকেট নিয়েই সাঙ্গ হলো এবারের গল্প।
নিজের শেষ ম্যাচটি জেতাও হয়নি ফিজের। আগে ব্যাট করে চেন্নাই সংগ্রহ করে ১৬২ রান। জবাবে ১৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব।
৬২ রানের ইনিংস খেলে আপাতত অরেঞ্জ ক্যাপ নিজের করে নেন রুতুরাজ গায়কোয়ার। তবে নিজের চার ওভারের স্পেলে ১টি মেডেনসহ মাত্র ২২ রান দিলেও উইকেটের দেখা পাননি ফিজ। এ ম্যাচে একটি উইকেট পেলেই তার মাথায় উঠতো পার্পল ক্যাপ।
বিসিবির তরফ থেকে ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র পাওয়ায় এটিই মোস্তাফিজের শেষ ম্যাচ। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে তাকে খেলতে দেখা যাবে।
আইপিএলের চলতি মৌসুমে চেন্নাইয়ের হয়ে ৯টি ম্যাচ খেললেন ফিজ। আসরে তার ইকোনমি ৯.২৬, গড় ২২.৭১। ৩৪.২ ওভার বল করে ১৪ উইকেট শিকার করতে রান দিয়েছেন ৩১৮টি।
মন্তব্য করুন