
প্রকাশিত: ২ মে, ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের বাড়ি বরিশালে। তারা হযরত শাহজালালের মাজারে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মোজ আলীর ছেলে জালাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে অনন্ত (১২), জালালের ভাই এনামুল (৩৫) ও প্রাইভেট কারের চালক বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুছ বেপারীর ছেলে হারুন বেপারী (৩৪)।
হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানিয়েছেন নিহতদের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে। খবর পেয়ে নিহতদের স্বজনেরা রওয়ানা হয়ে পথিমধ্যে রয়েছেন বলেও ওসি জানান। স্বজনরা এসে আবেদন করলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন