
প্রকাশিত: ২ মে, ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ী পাংশায় র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর'এর বিশেষ অভিযানে একটি পিস্তল উদ্ধার সহ মিজানুর রহমান ওরফে বকুল (৪৬)নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ মে) আনুমানিক রাত সাড়ে ২:৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারী) ফরিদপুর র্যাব-১০ সিপিসি-৩ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের নিয়মিত মামলার আসামী আসামী মিজানুর রহমান বকুল (৪৬) এর দক্ষিণমুখী আধাপাকা দোচালা টিনশেড ঘরের পূর্ব পার্শ্বের শয়ণ কক্ষের হইতেএকটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর রক্ষিত লোহার তৈরি লোহার বাটযুক্ত একটি পিস্তল ও একটি লোহার তৈরি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার সহ আসামি কে গ্রেফতার করে র্যাব।
পাংশা মডেল থানায় আসামীর এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। আসামী মিজানুর রহমান বকুল এর বিরুদ্ধে অন্যান্য ধারার ০৩টি মামলা আছে।
বৃহস্পতিবার দুপুরে আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন