
প্রকাশিত: ৪ মে, ২০২৪, ১২:০১ এ এম
অনলাইন সংস্করণ
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন।
শুক্রবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। এরমধ্যে ঢাকা মহানগরের ১৬ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ১১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এবছর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৪৮ জন ডেঙ্গু রোগী। গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৭০৫ জন। যা এ পর্যন্ত সর্বোচ্চ।
মন্তব্য করুন