
প্রকাশিত: ৪ মে, ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ
মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে সশস্ত্র অবস্থায় আরো ৪০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
শুক্রবার দিনগত মধ্যরাতে টেকনাফ সাবরাংরাংয়ের আচার বুনিয়া থেকে ১৪ জন এবং সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশে এসে আশ্রয় নেয়। শনিবার ভোরে নাজির পাড়া সীমান্ত দিয়ে আরো ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেন। এরা সকলে সশস্ত্র অবস্থায় বাংলাদেশে ডুকে পড়ে।
টেকনাফ ২ বিজিবি সূত্র বলছে, শুক্রবার দিনগত মধ্য রাতে দুই দফায় আশ্রয় নেয়া বিজিপি সদস্যরা। তাদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ-২ বিজিবি। তারপর বাস যোগে প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে একইদিন রাতে আরো ২২ জন এবং শনিবার সকালে বাকী ৪ জনকে নিরস্ত্র করে একই স্থানে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।
সর্বশেষ গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যেকে ফেরত পাঠায় বাংলাদেশ।
এরআগে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল ৩৩০ জন বিজিপি ও সেনাকে।
মন্তব্য করুন