বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৪, ০৯:০১ পিএম

অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি অঙ্কিতা

ছবি সংগৃহীত

বিগ বস-১৭–এর প্রতিযোগী ও অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে হাসপাতালে ভর্তি হয়েছেন । সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী ভিকি জৈনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি যেখানে স্পষ্ট যে হাত ভেঙে গেছে অঙ্কিতার। তার পাশেই শুয়ে আছেন স্বামী ভিকি জৈন।

অঙ্কিতাকে হাসপাতালের বেডে দেখে উদ্বিগ্ন তার ভক্ত–অনুরাগীরা। অঙ্কিতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক দিন আগেই পড়ে গিয়ে হাত ভেঙে যায় অঙ্কিতার। এরপর বাড়িতেই ছিলেন। পরে অবশ্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আর স্ত্রীর সেবায় সব সময় পাশেই ভিকি জৈন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালো-মন্দে, সুস্থ থাকি কিংবা অসুস্থ— একসঙ্গেই রয়েছি।’

সর্বশেষ অঙ্কিতাকে দেখা গেছে ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে যমুনাবাই চরিত্রে। এবার ইতিহাসপ্রসিদ্ধ নগরনটী আম্রপালির জীবন অবলম্বনে একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা রয়েছে তার।

মন্তব্য করুন