
প্রকাশিত: ৬ মে, ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বৃষ্টি হওয়ায় ময়মনসিংহের ত্রিশালে ধানকাটা কাজের লোকের হাট জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন বিকেল এবং সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বসে ধানকাটা কাজের লোকের হাট। তবে সকালের তুলনায় বিকেলে বসে বড় হাট।
উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক আশিক আহমেদ জানান, রবিবার দিবাগত রাত দুইটার দিকে ব্যাপক শিলাসহ বৃষ্টি হওয়ায় এবং নিন্মাঅঞ্চলের ধানক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কায় এখন কাজের লোক পাওয়ায় দুষ্কর হয়ে পড়েছে। তাছাড়া শিলাবৃষ্টিতে বোর ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এবং কাজের লোকের মজুরি বেড়ে যাওয়ায় এ সিজনে আমার লস হবে। একই এলাকার কৃষক সাইফুল ইসলাম জানান, ধানকাটার যে লোকের আগে মজুরি ছিল আটশত টাকা কাঁঠা বৃষ্টি হওয়ায় সে ধানকাটা লোকের মজুরি হয়ে গেছে এক হাজার টাকা। এতে নিন্ম আয়ের কৃষকরা পড়েছেন বিপাকে।
নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলা থেকে আসা ধানকাটা কাজের হাসান, জহির, জুলহাস জানান, বৃষ্টি হওয়ায় এখন আমাদের কদর বেড়ে গেছে। আল্লাহর রহমতে এখন ভালো মজুরি পাচ্ছি।
মন্তব্য করুন