
প্রকাশিত: ৭ মে, ২০২৪, ১২:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠিত ও পরিচালিত স্কুল সমুহের যৌথ আয়োজনে (৬ মে) ২০২৪ সোমবার দুপুরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন, নারী, শিশু ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিটি গেইট থেকে শুরু করে বিক্ষোভ মিছিল কর্ণেলহাট, এ কে খান হয়ে অলংকার চত্বরে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শত শত শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেন।
এতে নেতৃত্ব দেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মজুমদার, মৌসুমী চৌধুরী, জাকির হোসেন সহ অন্যরা।
বিক্ষোভ মিছিল শেষ বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের গাঁজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবী জানানো হয়।
মন্তব্য করুন