
প্রকাশিত: ৮ মে, ২০২৪, ১১:০৫ এ এম
অনলাইন সংস্করণ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ঠাকুরগাঁওয়ের ২ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৯০ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ মো. মাজহারুল ইসলাম সুজনের দুই চাচা আলহাজ্ব মোহাম্মদ আলী-(মোটর সাইকেল) আলহাজ্ব শফিকুল ইসলাম (আনারস) আলী আফসার, আব্দুর রাজ্জাক(চিংড়ি)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন।এখানে মোট ভোটার ১ লাখ ৬০ হাজার ৮৬৩ জন। পুরুষ ভোটার ৮২ হাজার ৯৫৪ ও মহিলা ৭৭ হাজার ৯০৯ জন।
অন্যদিকে হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন।তারা হলেন-আব্দুল কাইয়ুম পুষ্প (মোটর সাইকেল) জিয়াউল হাসান মুকুল (কাপ-পিরিচ) শামীম ফেরদৌস টগর (ঘোড়া) এবং এসএম আলমগীর (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১ লাখ ২০ হাজার ৪৯৭ জন। পুরুষ ভোটার ৬২ হাজার ৩৬৯ ও মহিলা ভোটারের সংখ্যা ৫৮ হাজার ১২৮
এসব ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৮ প্লাটুন বিজিবি, এক উপজেলায় ১৬ জন করে দুই উপজেলায় ৩২ জন র্যাব, প্রতি উপজেলায় তিনটি দুই উপজেলায় মোট ৬টি গাড়িতে আনসার টহলে থাকছেন। এছাড়াও ২ উপজেলায় ম্যাজিস্ট্রেট ১৩ জন, বালিয়াডাঙ্গীতে ৮ জন ম্যাজিস্ট্রেট ও হরিপুরে ৫ জন। দুই উপজেলায় মোট ৫৮৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন