মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৪, ১২:১১ পিএম

অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ

ছবি: রূপালী বাংলাদেশ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বুধবার সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে উপজেলা চেয়ারম্যান, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যানসহ ৩টি পদে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

এবারের গজারিয়া উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান, তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ৬০টি ভোট কেন্দ্রে ৩৭৮টি ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।তার মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৪৬ ও নারী ভোটার রয়েছে ৭১ হাজার ৩ শ জন। 

এদিকে ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এখনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে পাঁচ  শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি আট শতাধিক আনসার সহ ১৪০০ এর মত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন।

উল্লেখ্য প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জে দুইটি উপজেলায় নির্বাচান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সদর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় তিনটি পদের সবাই নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে একটি উপজেলা গজারিয়াতে।

মন্তব্য করুন