
প্রকাশিত: ৮ মে, ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে 'রবীন্দ্র সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-১৪৩১' এর প্রথম পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (৮ই মে) রাবি শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে এ আয়োজন করে।
এ দিন সাহিত্য ও বাংলাদেশ জিজ্ঞাসা এবং ছোটগল্পলিখন প্রতিযোগিতা এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আয়োজন। আজ বিকেল ৫ টায় সাহিত্য জিজ্ঞাসা প্রতিযোগিতা এবং সাড়ে ৫ টায় ছোটগল্পলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মসূচীর বিষয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তুষার রায় রনিত বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির অহংকার। কিন্তু দুঃখের বিষয় আমাদের ক্যাম্পাসে ওইভাবে তার জন্মদিন পালন করা হয় না। সেই জায়গা থেকে আমরা ছোট পরিসরে এই আয়োজন করলাম। বেশ কিছু শিক্ষার্থী সাড়া দিয়েছে। তবে আরো ভালো সাড়া পাবো এই আশা করেছিলাম"।
এ ব্যাপারে অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব ফাহিম মুনতাসির রাফিন বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী ১০ তারিখে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দর্শকরা রবীন্দ্রনাথ সম্পর্কে আরো সচেতন হবে বলে আমরা বিশ্বাস করি"।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের 'শহীদ স্মৃতি সংগ্রহশালা' মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। সেখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটভুক্ত অন্যান্য সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
মন্তব্য করুন