বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৪, ১২:১৩ এ এম

অনলাইন সংস্করণ

বন্দরে চেয়ারম্যান মাকসুদ, ভাইস চেয়ারম্যান সালিমা ও আলমগীরের বিজয়

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ষষ্ঠবারের মত  প্রথম ধাপের স্থানীয়ভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে।

বুধবার (৮ মে) জেলা রিটার্নিং অফিসার বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ৫টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। পুরুষ ভোটার ৬৭ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার সংখ্যা ৬৪ হাজার ৬২ জন।

প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  আনারস প্রতিকের মোঃ মাকসুদ হোসেন ২৯৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চিংড়ি মাছ প্রতিকের আতাউর রহমান মুকুল ১২৬২২ ভোট পেয়েছেন। ৩য় স্থানে রয়েছেন বন্দর উপজেলা আ’লীগের সভাপতি দোয়াত কলম প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ। এছাড়া  মাকসুদ চেয়ারম্যানের ছেলে মাহমুদুল হাসান শুভ ২৫৫ ভোট পেয়েছেন।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ) মাইক প্রতিকে আলমগীর হোসেন ১৭৬০৬ পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দী প্রার্থী উড়োজাহাজ প্রতিকের জেলা জাতীয়পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান  সানাউল্যাহ সানু পেয়েছেন ১৭০০১ ভোট।

১৩৪২৮ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন টিউবওয়েল প্রতিকের থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম জুয়েল এবং মোশাঈদ রহমান মুকিত ৮৪০৬ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন। 

তাছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল প্রতিকের বন্দর থানা মহিলা আ’লীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা ২৯৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহমুদা আক্তার কলস প্রতিক নিয়ে পেয়েছেন ২৬২৮৪ ভোট।

বিজয়ী প্রার্থীরা বলেন, এ বিজয় পুরো উপজেলাবাসীর। আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

মন্তব্য করুন