শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: ১১ মে, ২০২৪, ১২:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

অনিয়মের অভিযোগ প্রমাণিত

কক্সবাজারের রামু থানার তিন উপ-পরির্দশকসহ চারজনকে প্রত্যাহার

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের রামু থানার তিনজন উপ-পরিদর্শকসহ (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল, তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়।

শুক্রবার ১০ মে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (৯ মে) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশ এ তথ্য জানানো হয়।

প্রত্যাহারকৃতরা হলেন, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার, উপ-পরিদর্শক মো. আল আমিন, উপ-পরিদর্শক মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মাহমুদুল ইসলাম।

আদেশ মতে, এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া থানা ও কনস্টেবল মাহমুদুল ইসলামকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। তা প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়।

জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশটি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

মন্তব্য করুন