
প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে মো. আলম Acts এক রোহিঙ্গা যুববকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে যুবক মো. আলম নিহত হন। তাকে মাথায় গুলি করে হত্যা করেছে একই ক্যাম্পে সন্ত্রাসী গ্যাং শফি গ্রুপের সদস্যরা।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি ।
মন্তব্য করুন