কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৯:১৫ পিএম

অনলাইন সংস্করণ

বাজিতপুরে চোলাই মদসহ আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৭১০ লিটার চোলাই মদসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ মে) সন্ধ্যা ৭টা দিকে বাজিতপুর উপজেলার শাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ডালিম মিয়া (২৮) বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মো. খুর্শিদ মিয়া ছেলে

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মো. খুর্শিদ মিয়া এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামি ডালিম মিয়াকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই শাহপুর চেঙ্গাহাটিস্থ ডালিম এর ভাড়া নেয়া বাসায় অভিযান পরিচালনা করে ৭১০ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন আসামি পলাতক রয়েছে।

এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধ বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন