অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৪:১৯ এ এম

অনলাইন সংস্করণ

মিল্টনের আশ্রম থেকে উদ্ধার সেলিমের দুটি কিডনি ঠিক আছে

ছবি সংগৃহীত

মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার ময়মনসিংহের মো. সেলিমের (৪৫) দুটি কিডনিই ঠিক আছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

শনিবার (১১ মে) সন্ধ্যায় ময়মনসিংহ শহরের প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারে তার আলট্রাসনোগ্রাম করা হয়। রাতে রিপোর্ট দেখে বিষয়টি করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের চিকিৎসক সৈয়দ হাসানুল হক আকাশ।

তিনি বলেন, ‘আলট্রাসনোগ্রামের পরীক্ষায় দেখা গেছে, তার শরীরে অস্ত্রোপচার করা হয়নি। দুটি কিডনিই ঠিক আছে। কিন্তু যে জায়গায় কিডনি থাকে সে জায়গায় ক্ষত থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছিল পরিবারের। আমার ধারণা, রোগী মানসিক ভারসাম্যহীন হওয়ায় আটকে রাখার জন্য কোনও কিছু দিয়ে বেঁধে রাখা বা বেল্ট পরিয়ে রাখার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় তার শারীরিক অবস্থা ভালো না থাকায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

চিকিৎসক সৈয়দ হাসানুল হক আকাশ আরও বলেন, ‘তার শরীরে রক্তস্বল্পতা রয়েছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা একেবারেই কম। শরীর খুবই দুর্বল। পায়ে পানি জমেছে।’  

সেলিমের চাচাতো ভাই আব্দুর রশিদ বলেন, ‘তাকে উদ্ধারের পর পেটে কাটা দেখে সন্দেহ হয় কিডনি খুলে নেওয়া হয়েছে। ফলে ডাক্তারের কাছে নেওয়ার পর পরীক্ষা করানো হয়। ডাক্তার জানিয়েছেন দুটি কিডনিই ঠিক আছে। তবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।’

মন্তব্য করুন