চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৫:০০ পিএম

অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বেশী দামে ডিম বিক্রি, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় অতিরিক্ত দামে ডিম বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার বেলা ১২টার দিকে শহরের বড় বাজারের নিচের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গত তিন দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় প্রতি পিচ ডিমের দাম বেড়েছে ২ টাকা করে। এমন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের নীচের বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রয় এবং ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স ডালিম ডিম ঘরকে ৮ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স মইন ডিম ঘরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন