মাজহারুল ইসলাম, সোনারগাঁ

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৮:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক এক

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ ইসহাক (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট  বসিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবহৃত কাজে একটি এম্বুলেন্স (ঢাকা-মেট্রো-ছ-৭১-২২৬৬) জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল পরিমান ইয়াবা নিয়ে এম্বুল্যান্সে করে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেক পোষ্টে আমরা অবস্থান নেই। পরবর্তীতে আমরা সন্দেহজনক এম্বুলেন্স তল্লাশী করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সাথে জড়িত ছিলো। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য করুন