
প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
পাবনায় এবারের এসএসসি পরীক্ষায় ৫ শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ লাভ করেছে। পাশের হার শতভাগ। পাবনা জিলা স্কুল থেকে ২৪১ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। পাশের হার শতভাগ। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৪২ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন।
পাশের হার শতভাগ। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ অর্জন করেছেন ৯৬ জন। এছাড়া স্কয়ার হাইস্কুল, বেড়া আল হেরা একাডেমী, কামিনাথপুর বিজ্ঞান স্কুল ভাল ফল অর্জন করেছেন।
মন্তব্য করুন