ইমন আলী, ঝিনাইদহ

প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৫:২০ পিএম

অনলাইন সংস্করণ

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জয়গুন নেছার পানির বিল মওকুফসহ ১০ হাজার টাকা অনুদান

ছবি: রূপালী বাংলাদেশ

দৈনিক রূপালী বাংলাদেশে খবর প্রকাশের পর ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা জয়গুন নেছার পানির বিলের ১৬ লাখ ৮২ হাজার টাকার সুদ মওকু্ফ করা হয়েছে। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

আজ সোমবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল জয়গুন নেছার বাড়ির পানির বিল মওকুফ করে মূল বিল ৩০ হাজার ৩৭৫ টাকা জমা নেওয়ার নির্দেশ দেন। এরপর অসহায় এই বীরঙ্গনাকে ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়, পরবর্তীতে দীর্ঘদিনের পানির বিল পরিশোধ করেন জয়গুন নেছা ।

গত ৪ মে রূপালী বাংলাদেশ পত্রিকায় 'বাড়ির পানির বিল ১৭ লক্ষ টাকা, বীরাঙ্গনা জয়গুন নেছার চোখে শর্ষে ফুল' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, বিষয়টি ঝিনাইদহ পৌরসভার দৃষ্টিগোচর হলে পৌরসভা মেয়র তার বাড়ির পানির বিল মওকুফ করার উদ্যোগ নেন।

ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, একজন বীরাঙ্গার বাড়ির পানির বিল মওকুফ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। তিনি জানান, মেয়র মহোদয় বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে পানির বিল মওকফু করার নির্দেশ দেন সেই সাথে তাকে ১০ হাজার টাকার অনুদান দেন।

উল্লেখ্য, বীরঙ্গনা জয়গুন নেছা ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার শহীদ গোলাম নবী সড়কের হাবিবুর রহমানের স্ত্রী। তার বাড়িতে একটি ০.৭৫ ব্যাসার্ধের পানি সরবরাহের লাইন রয়েছে।

মন্তব্য করুন