
প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির রাজাপুরে প্রার্থীদের মাঝে প্রতীক (মার্কা) বরাদ্দ দিয়েছেন রির্টানিং অফিসার ও ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন। সোমবার (১৩ মে) উপজেলার তিন পদে ১৫ জন প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্ধ করা হয়।
এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে জিয়া হায়দার খান লিটন, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, রাজাপুর; প্রতীক: ঘোড়া। মিলন মাহমুদ বাচ্চু, সাবেক সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, রাজাপুর; প্রতীক: মোটরসাইকেল। আফরোজা আক্তার লাইজু, সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, রাজাপুর; প্রতীক: দোওয়াত কলম। নজরুল ইসলাম মুকুল, ত্রাণ বিষয়ক সম্পাদক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, রাজাপুর; প্রতীক: আনারস। আহসান হাবিব সোহাগ, বিএনপি সমর্থক; প্রতিক: কাপ পিরিচ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে, নাসির মৃধা, সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক লীগ, রাজাপুর; প্রতীক: মাইক। চন্দ্র শেখর হালদার, সহ- সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, রাজাপুর; প্রতীক: উড়োজাহাজ। দুলাল তেওয়ারি, সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ ঝালকাঠি; প্রতীক: তালা। আব্দুল্লাহ আল হাসান বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ, রাজাপুর; প্রতীক: বই। জিয়াউল হক লালন, সাবেক সদস্য, উপজেলা বিএনপি, রাজাপুর; প্রতীক: টিবওয়েল। সোহেল আহমেদ, সহ সম্পাদক, উপজেলা যুবলীগ, রাজাপুর; প্রতীক: চশমা।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মোসাঃ সালমা বেগম, আওয়ামী লীগ সমর্থক; রাজাপুর; প্রতীক: কলস। নাজমুন্নাহার পুতুল, আহ্বায়ক, উপজেলা মহিলা দল, রাজাপুর; প্রতীক: ফুটবল। হাফিজা আক্তার, আওয়ামীলীগ সমর্থক; প্রতীক: প্রজাপতি। নাসরিন সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, রাজাপুর; প্রতীক: পদ্মফুল। সুমনা পারভিন সুমি, আওয়ামী লীগ সমথর্ক, রাজাপুর; প্রতীক: হাঁস। নাসরিন আক্তার, আওয়ামী লীগ সমথর্ক; প্রতীক: সেলাই মেশিন।
২৯ মে রাজাপুর উপজেলার সবকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন