কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৯:০৫ পিএম

অনলাইন সংস্করণ

কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে এমভি আব্দুল্লাহ

ছবি: রূপালী বাংলাদেশ

সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নোঙর করেছে। কাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সদরঘাট জেটিতে তাদের বরণ করবে স্বজনরা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৪ দিন পর স্বজনের সঙ্গে মিলিত হবেন এই ২৩ নাবিক।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন, কুতুবদিয়ায় নোঙর করা এমভি আবদুল্লাহর নাবিকদের জাহান মনি নামের অন্য একটি জাহাজে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।

কেএসআরএম’র সূত্র জানিয়েছে, কুতুবদিয়া চ্যানেলে অন্য একটি জাহাজে চুনা পাথর খালাস শেষেই জাহাজটি নাবিকদের নিয়ে চট্টগ্রামের দিকে রওনা দেবে। এরপর মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সদরঘাটে নাবিকদের বরণ করে নেবে কেএসআরএম কতৃপক্ষসহ নাবিকদের পরিবার। জাহাজের মালিক কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম বলেন, এমভি আব্দুল্লাহ থেকে চুনা পাথর খালাস করা হবে। ১৫ মে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম বহি নোঙরে পৌঁছলে সেখানে অবশিষ্ট মালামালগুলো খালাস করা হবে।

গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে এই কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। ভাড়ার বিনিময়ে মোজাম্বিক থেকে দুবাইয়ের আমদানিকারকের কাছে কয়লা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এমভি আবদুল্লাহর। সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দীর্ঘ একমাস পর ১৪ এপ্রিল মুক্তি পায়।

মন্তব্য করুন