বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০৪:০৯ এ এম

অনলাইন সংস্করণ

তিন বছর পর ছেলের মুখ দেখালেন নুসরাত

ছবি সংগৃহীত

 টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দেন । ছেলের নাম রেখেছেন ঈশান দাশগুপ্ত। সে সময় মা হওয়ার কথা জানালেও ক্যামেরার সামনে আনেননি ঈশানকে। অবশেষে ৩ বছর পর সেই সন্তানের মুখ দেখালেন অভিনেত্রী। মা দিবসেই প্রথম প্রকাশ্যে আনলেন ছেলের ছবি। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। এর এক বছর পর প্রথম সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সেসময় ছেলের পিতৃপরিচয় নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা।

ছেলে ঈশানকে জন্মের পর সামনে আনেননি তারা। মা দিবসে প্রথম সামনে এল ছেলের ছবি।  সাদা টি শার্ট পরে মায়ের কোলে বসা ছোট্ট ঈশান। ভক্তদের অনেকেই বলছেন বাবা যশের হুবহু ফটোকপি ছেলে। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন অভিনেত্রী।

মন্তব্য করুন