
প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০৪:১৯ এ এম
অনলাইন সংস্করণ
কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ। ৭৭তম এ আসর বসছে ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। এ উপলক্ষে এ শহরে জড়ো হচ্ছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা। ১৯৩৯ সালে শুরু হয় কান উৎসব, যা সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব। আজ এ উৎসব শুরু হয়ে চলবে ২৫শে মে পর্যন্ত। এ আসরে ৪ বার অস্কারের জন্য মনোনীত গ্রেটা গেরউইগকে দেখা যাবে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের ভূমিকায়। আমেরিকা থেকে প্রথম নারী পরিচালক হিসেবে তাকে এই স্থানে পাওয়া যাবে, যা নিঃসন্দেহে ইতিহাসের নজির। এ ছাড়া থাকবেন লিলি গ্ল্যাডস্টোন, এভা গ্রিন, নাদিন লাবাকি প্রমুখকে। সেরা ছবির শিরোপার জন্য মনোনীত হয়েছে ২২টি সিনেমা।
কান উৎসবে এই বছর ৩টি সম্মানীয় পাম পুরস্কার দেওয়া হবে। তিনবারের অস্কার বিজয়ী মেরিল স্ট্রিপ, চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস এবং প্রশংসিত জাপানি অ্যানিমেশন স্টুডিও ‘স্টুডিও ঘিবলি’কে এই সম্মানের জন্য বেছে নেয়া হয়েছে।
কান উৎসবের সভাপতি ইরিস নোব্লোক ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ এক বিবৃতিতে বলেছেন, প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক মাস্টারপিস সিনেমা উপহার দিয়েছেন মেরিল স্ট্রিপ। এবারের আসরে তাকে পেয়ে আমরা আনন্দিত। কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বন্ডকন্যা লেয়া সেদ্যু। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ দুই ছবি ‘স্পেক্টর’ ও ‘নো টাইম টু ডাই’-তে দেখা গেছে তাকে।
মন্তব্য করুন