
প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের লাইফ কেয়ার হাসপাতাল থেকে রানীহাটি গ্রামের সম্মানিত সাবেক শিক্ষা সচিব মোমতাজুল ইসলামের বাড়ির সামনে দিয়ে জামে মসজিদ পর্যন্ত প্রায় ৪৫০ মিটার রাস্তা বিগত প্রায় ছয় সাত মাস আগে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে এলজিইডি, শিবগঞ্জ রাস্তা তৈরির কাজ শুরু করে। এখন পর্যন্ত এ রাস্তার ১০০ মিটার করে বন্ধ রয়েছে। ঠিকাদার আনোয়ার সহ এলজিইডি কর্তৃপক্ষ ব্লক না পাওয়ার অজুহাতে কাজ বন্ধ রাখে।
এদিকে এলজিইডি আগের ইঞ্জিনিয়ার হারুন এবং বর্তমান ইঞ্জিনিয়ার সাবের আলীর সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তিনি জানান ১ সপ্তাহের মধ্যে কাজ শেষ না করলে অন্য ঠিকাদাকে দিয়ে কাজ করাবেন। সেটাও এখন থেকে প্রায় দেড় দুই মাস আগের কথা। শুধু তাই নয় কাজের দেখাশুনাকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম একই কথা বলেছেন কিন্তু কাজের কাজ এখনো হয়নি।
ইতিমধ্যে একদিন বৃষ্টি হওয়ায় সেখানে হাঁটু পরিমান পানি জমে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আবারো বৃষ্টি হলে একই অবস্থার সৃষ্টি হবে। রাস্তা ঠিক না থাকায় ভ্যান গাড়ি অটো, সাইকেল ও সাধারণ পথযাত্রীদের ভোগান্তি চরমে ওঠেছে। বিষয়টি নিয়ে আবারো শিবগঞ্জ এলজিইডির সাথে যোগাযোগ করলে তারা আবারও একই কথা বলছেন।
শিবগঞ্জ এইচডি ইঞ্জিনিয়ার বলেন, কন্টাকটার আনোয়ারকে অনেক সময় দেওয়া হয়েছে। আর নয়, তাকে বাদ দিয়ে অন্যকে দিয়ে কাজ করানো হবে। স্থানীয় জনসাধারণের প্রশ্ন ৪৫০ মিটার রাস্তা ছয় সাত মাসে হয়নি আর কতদিনে শেষ হবে।
মন্তব্য করুন